কেন পড়বেন ?

একাডেমীর স্বকীয় বৈশিষ্ট্য

 

১)         একাডেমী শিশু শ্রেণি থেকে আলিম শ্রেণি পর্যন্ত আধুনিক কে.জি পদ্ধতিতে শিক্ষাদান।

২)         অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান।

৩)        নিয়মিত হোম ওয়ার্ক তথা বাড়ির কাজ।

৪)        প্রত্যেক ছাত্র-ছাত্রীকে স্ব-স্ব শ্রেণিতে প্রতিযোগী করে গড়ে তোলা ।

৫)        আকর্ষণীয় পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীকে মনোযোগী করে তোলা এবং নিয়মিত পড়া আদায়ের ব্যবস্থা করা।

৬)        শিক্ষার্থীর সার্বিক মান-উন্নয়নে অভিভাবকদের অবহিতকরণ।

৭)         ইসলামী আদর্শ ভিত্তিক নির্ধারিত ইউনিফর্ম।

৮)        বছরে কমপক্ষে চারবার অভিভাবকদের নিয়ে পরামর্শ বৈঠক।

৯)         মেধাবী ও দরিদ্র ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা।

১০)      উন্নত যোগাযোগ ব্যবস্থা।

১১)       প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলার সু এ ব্যবস্থা।

১২)       অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষার পাশাপাশি ইনকোর্স ও টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা।

১৩)      সৃজনশীল প্রতিভা বিকাশে ক্লিন্নাত, আবৃত্তি, বক্তৃতা, বি রচনা, দেয়ালিকা ইত্যাদি প্রতিযোগীতামূলক কার্যক্রমের ব্যবস্থা।

১৪)      বাৎসরিক একাডেমীক ক্যালেন্ডার অনুসরণ।

১৫)      ছাত্র/ছাত্রীদের মেডিকেল চেক-আপ।

১৬)      ছাত্র/ছাত্রীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন।

১৭)       সকল পরীক্ষায় ফলাফল কার্ড প্রদান ।

১৮)      ৬ষ্ঠ শ্রেণি হতে মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা ক্লাসের ব্যবস্থা (মহিলা মাদ্রাসা)।

১৯)       হিফজ বিভাগ: একাডেমীর মেধাবী ছাত্র/ছাত্রীদের নিয়ে হিফজ বিভাগ

রয়েছে এবং আলাদা হিফজ বিভাগও আছে।

২০)      প্রতি বৎসর রমযান মাসে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ এর উদ্যোগে

কুরআন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হয়।

২১)       সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা।

২২)      প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা।