রেজিষ্ট্রেশন করার নিয়াম

ভর্তির নিয়মাবলী :

 

১) ডিসেম্বর মাসের ৩১ তারিখ থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।

ক) ভর্তি পরীক্ষার তারিখ : অফিস থেকে জানা যাবে। সম্ভাব্য তারিখ ২ ও ৫ জানুয়ারি।

খ) ভর্তি পরীক্ষা : একাডেমী শিশু শ্রেণি মৌখিক অন্যান্য শ্রেণির জন্য মৌখিক ও লিখিত পরীক্ষা নেয়া    

   হবে।

গ) ভর্তি পরীক্ষা : বাংলা-২০, আরবী-২০, ইংরেজী-২০, গণিত-২০, সাধারণ জ্ঞান-১০, মৌখিক-১০ =

   মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

 

২) ভর্তি ফরমের সাথে যা জমা দিতে হবে :

 

ক) যথাযথভাবে পূরণকৃত নির্ধারিত ভর্তি ফরম।

            খ) সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি।

            গ) অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট, প্রশংসাপত্র ও ছাড়পত্র।

 

৩)ভর্তির ক্ষেত্রে বয়সসীমা : (Age limit)

 

 শ্রেণি (Class)

বয়স সীমা (Age limit)

শ্রেণি (Class)

বয়স সীমা (Age limit)

(শিশু) Baby Play

৫+ বছর (5+ years)

৬ষ্ঠ শ্রেণি (Six)

 ১১+ বছর (11 + years)

১ম শ্রেণি (One)

৬+বছর (6+ years)

৭ম শ্রেণি (Seven)

১২ বছর (12+ years)

২য় শ্রেণি  (Two)

৭+বছর (7+ years)

৮ম শ্রেণি (Eight)

১৩+ বছর ( 13 years)

৩য় শ্রেণি (Three)

 ৮+বছর (8+ years)

৯ম শ্রেণি (Nine)

১৪+ বছর (14+ years)

৪র্থ শ্রেণি (Four)

৯+বছর (9+ years)

 ১০ম শ্রেণি (Ten)

১৫+ বছর (15+ years)

৫ম শ্রেণি (Five)

১০+বছর (10+ years)

আলিম (Alim)

১৬+বছর (16+ years)