দেশ ও জাতিকে দূর্নীতির কবল থেকে মুক্ত করা বিবেকবান জনগোষ্ঠির দায়িত্ব। আজকের বিশ্বে সৎ ও আদর্শবান দায়িত্বশীলের অভাব। সেই অভাব পূরণে সৎ, যোগ্য ও আদর্শবান নাগরিক তৈরির কারখানা হিসেবে দীর্ঘদিনের প্রত্যাশিত প্রতিষ্ঠান “হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমী আলিম মাদ্রাসা” জালালপুর-এর যাত্রা শুরু হয় ২০০৭ সালের ১৫ই ফেব্রুয়ারি। যাহা “জালালপুর ফাউন্ডেশন" কর্তৃক পরিচালিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পড়া আদর্শ নাগরিকরা দুর্নীতিমুক্ত একটি সমাজ উপহার দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। যার উদ্দেশ্য হবে দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি। আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করুন। আমীন।