ভর্তি পরীক্ষার ফলাফল

ডিসেম্বর মাসের ৩১ তারিখ থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।

ক) ভর্তি পরীক্ষার তারিখ : অফিস থেকে জানা যাবে। সম্ভাব্য তারিখ ২ ও ৫ জানুয়ারি।

খ) ভর্তি পরীক্ষা : একাডেমী শিশু শ্রেণি মৌখিক অন্যান্য শ্রেণির জন্য মৌখিক ও লিখিত পরীক্ষা নেয়া    

   হবে।

গ) ভর্তি পরীক্ষা : বাংলা-২০, আরবী-২০, ইংরেজী-২০, গণিত-২০, সাধারণ জ্ঞান-১০, মৌখিক-১০ =

   মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।